Friday, January 31, 2020

হৃদয়স্পর্শী স্ট্যাটাসে দেশে ফেরার আকুতি চীনে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীর।


চীনজুড়ে ভয়াভয় তান্ডব চলাচ্ছে সংক্রামণ ব্যাধি ‘করোনাভাইরাস’ । এই ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে মৃ’তের সংখ্যা বেড়ে ২১৩ জন্র দাঁড়িয়েছে। এদিকে হুবেই প্রদেশের রাজধানী উহানের নিকটতম শহর ইচাংয়ে ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছেন।

গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় চীনের এই অবস্থা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন সেখানে অবস্থানরত দ্বীন মুহাম্মদ প্রিয় নামের এক বাংলাদেশি শিক্ষার্থী। স্ট্যাটাসে আটকেপড়া অবস্থায় তাদের সংকটাপন্ন জীবনের কথা জানিয়ে দ্রুত দেশে ফেরিয়ে নিতে সরকারের কাছে আকুতি জানান তিনি।

সেই মর্মস্পর্শী স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে দেয়া হলো,

‘আমরা ১৭২ জন বাংলাদেশি শিক্ষার্থী আটকে পড়েছি। হুবেই প্রদেশের ইচাং শহরে আছি আমরা। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান ও ইচাং একই প্রদেশে। এখানে আমাদের ট্রেন স্টেশন এবং বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের ডর্মিটরিতে পানি শেষ। সব দোকান বন্ধ। আমরা খবুই আতঙ্কের মধ্যে বসবাস করছি। আমাদের এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশে নিয়ে যাবেন। দয়া করে উহানের পাশাপাশি আমাদের ইচাং-এর শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হোক। আমাদের ইচাংয়ে বিমানবন্দর আছে। বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আকুল আবেদন করছি এখান থেকে আমাদের উদ্ধার করুন।’
‘আমাদের সবাইকে খুব ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর দেশে নিয়ে যাওয়া হোক। আমাদের কারো জন্য এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ুক তা আমরা কেউই চাই না।’

0 comments: