Tuesday, January 21, 2020

দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে বিজিবির হাতে ইয়াবা ট্যাবলেট ও মোবাইলসহ আটক-২

প্রতিনিধি :   চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ট্যাবলেট,২টি মোবাইল ফোন,১টি চার্জার ভ্যানসহ ২জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। গতকাল দুপুরে ফুলবাড়ী গ্রামে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।বিজিবি সুত্রে জানাগেছে গতকাল মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে বিএসবি এবং সিভিল সোর্সের দেয়া খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ফুলবাড়ী  বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী পাকা রাস্তার উপর থেকে ২জন আসামীসহ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ভ্যান গাড়ী ও ২টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়।যার আনুমানিক মূল্য ৮১হাজার ৪শত টাকা।আটককৃত আসামীরা হলেন চুয়াডাঙ্গা জীবননগরের আনছার আলীর ছেলে আনিছুর রহমান(২৮) ও একই গ্রামের মৃত্যু আলাউদ্দিনের ছেলে হাশেম আলী(২৩)। আটক কৃতদেরকে মালামালসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করতঃ উক্ত ঘটনায় জড়িত সন্দেহে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত্যু জলিলের ছেলে মাহাবুব (২৫)কে পলাতক আসামী করে নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বর্নিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

0 comments: