Friday, January 17, 2020

মহিলাদের আত্মরক্ষায় এবার Safety Shoe ! কী এই বিশেষ জুতো জেনে নিন

পায়ের জুতোর মধ্যেই থাকবে জিপিএস সিস্টেম ৷ তা দিয়ে সহজেই ট্র‍্যাকিং করার পাশাপাশি থাকবে ৬০০ ভোল্টের এ সি কারেন্ট, যার এক গুঁতোতে দুস্কৃতীকে কুপোকাৎ করে আত্মরক্ষা করতে সক্ষম হবেন মহিলারা। এমনই এক ‘সেফটি শু’ আবিষ্কার  করে তাক লাগিয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায়।  তাঁকে এই আবিষ্কারের কাজে সহায়তা করেছেন ওই বিভাগেরই ছাত্রছাত্রী পুলক পাল, প্রতীম ঘোষ, সাইরিন শবনম, জাহাঙ্গীর আলম, উৎসব রায়, সায়ন সাহা ও প্রিয়াঙ্কা পাল।
বাপ্পা রায়ের তৈরি এই ‘সেফটি শু’-এর দামও সাধ্যের মধ্যেই থাকছে। মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো দাম পরবে এই জুতো কিনতে। ইভটিজিং বা মেয়েদের উত্যক্ত করতে এলে মেয়েরা অনায়াসেই এই সেফটি জুতোর লাথি মেরে আত্মরক্ষা করতে পারবে। শুধু তাই নয়,  সহজেই মেয়েটির লোকেশন ট্র‍্যাক করতে পারবে পুলিশও। সমসাময়িক পরিস্থিতিতে অত্যন্ত জরুরী  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী বাপ্পা ও তার সহযোগীদের তৈরি এই ‘সেফটি শু’ ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে বিশ্ববিদ্যালয় জুড়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সেফটি শু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুলতে চলা ডিআরডিও-এর সেন্টারে উপস্থাপন করার চেষ্টা চলেছে সূত্র news 18 বাংলা 

0 comments: