Sunday, February 9, 2020

এমপি আলী আজগার টগর ও উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর বড় বোনের ইন্তেকাল : শোক প্রকাশদামুড়হুদা ব্যুরো : চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর বড় বোন বদনপুর গ্রামের মরহুম আবুল কাশেম পন্ডিতের স্ত্রী রওশনারা খাতুন বুলা (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি........ওয়া রাজেউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল রোববার সকাল ৬ টার দিকে বদনপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বাদ যোহর দুপুর ২ টার দিকে মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ৬ ছেলে ও ২ মেয়ের জননী মরহুমা বুলা ছিলেন ১১ ভাই ও ৩ বোনের মধ্যে মেজো। মৃত্যুকালে ছেলে, মেয়ে, নাতি, নাতকুড়ীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা নাগরিক ফোরামের সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মোহা: এনামুল করীম ইনু, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মদ সোনা, সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, আ.লীগ নেতা শহীদ লতিফ মিল্টন, মরহুমের সহোদর জাহিদুল ইসলাম, ডা. রফিক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলীসহ হাজারো মুসল্লী মরহুমের জানাজার নামাজে অংশ গ্রহন করেন। এ দিকে বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। 

0 comments: