Tuesday, February 18, 2020

দামুড়হুদায় পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শণ

দামুড়হুদা  : দামুড়হুদায় পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শণ করা হয়েছে। এনজিও সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত নারী সংগঠন পল্লী সমাজের উদ্যোগে বাল্য বিয়ে নিরোধ, নারীর ক্ষমতায়ন ও প্রাপ্যতা আদায়ের লক্ষে দির্ঘদিন ধরে কাজ করে চলেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে ব্র্যাক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শণ করে। এ উপলক্ষে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি দ্বারা পচিালিত নারী সংগঠন পল্লী সমাজের সভা প্রধান নারী নেত্রী আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (সিইপি) ফাতেমা খাতুন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার (বিইপি) তরিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্র্যাকের সামাজিক কর্মসূচি ক্ষমতায়ন প্রকল্পের সংগঠক আব্দুল হাই।

0 comments: