Saturday, February 22, 2020

দামুড়হুদা কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদ সহ তিনজন আটকনিজস্ব প্রতিবেদক  :--- দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে  ইয়াবা- গাঁজা ও চোলাই মদ সহ তিনজন কে     আটক করেছেন । গতকাল  শনিবার রাত সাড়ে  ৯ টায় দামুড়হুদা  উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দূর্গাপুর  ঈদগাঁ সংলগ্ন থেকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ  সদস্যরা  অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা - ৫০ গ্রাম গাঁজা - ১ লিটার চোলাই মদ  ও একটি ফ্রিডম মোটর সাইকেল সহ তিনজন কে আটক করে। আটককৃতরা হলো দামুড়হুদা  উপজেলার কার্পাসডাঙ্গা পৃর্বপাড়ার সামাদুল হকের ছেলে সাগর আলী (৪০) পীরপুরকুল্লা গ্রামের আব্দুল করিমের ছেলে  খাইরুল বাসার (৩০) ও দর্শনা পৌর সভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের  সোনা মিয়ার ছেলে মন্টু (৩৮) কে আটক করতে সক্ষম হয়।এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ সহ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানান। 0 comments: