Wednesday, February 19, 2020

অভাবের তাড়নায় শেষ জীবনে ফোন করে কাজ চাইতেন তাপস পালবাংলা চলচ্চিত্র জগতে বড় ইন্দ্রপতন। মঙ্গলবার ভোর রাতে হৃদ’রোগে আ’ক্রান্ত হয়ে মুম্বই’য়ের এক বেসরকারি হাসপাতালে মৃ’ত্যু’ হয় তাঁর। তার পর থেকেই চলচ্চিত্র জগতে শোকের ছায়া। খবর কলকাতা ২৪*৭।

মৃ’ত্যু’কা’লে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। বাংলা ছবির জ’গতে তাঁর অবদা’ন মা’পা যায় না। দাদার কীর্তি, গুরুদ’ক্ষিণা, ও সাহেব ছবির জন্য বা’ঙালির মনে চির’কালের জন্য জায়’গায় করে নিয়েছিলেন তিনি। কিন্তু শেষ বয়সে যেমন শ’রী’র ভালো ছিল না, তেমনই মা’ন’সিক শান্তিও ছিল না। এমনকী, শেষের দিকে ফের অভিনয়ে ফিরতে চেয়ে কাজ খুঁজ’ছিলেন তাপস পাল। জানিয়েছেন পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

অরিন্দম শী’ল অভিনেতার মৃ’ত্যু’তে শো’ক প্রকাশ করে বলেছেন, খুব বড় অভিনেতা ছিলেন। উত্তম কুমা’রের পরে তারকা হিসেবে তাঁকে ধ’রা যায়। কিন্তু মাস দুয়েক আগে কাজের খোঁজ করে ফোন ক’রেছিলেন। আমি অবাক হয়ে’ছিলাম যে তাপস পালের মতো অভিনেতা আ’মায় ফোন করে কাজ চাইছেন!

অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকেও কাজের খোঁ’জ করতে বলেছিলেন তাপস পাল। অভিনেত্রী বলছেন, তাপসদার মতো অভি’নেতা চলে যাওয়া বড় ক্ষতি। তিনি একজন ভালো মানুষও ছিলেন। আমাকে বলে’ছিলেন আবার কাজে ফিরতে চাই। কোনও প্রযোজ’কের সঙ্গে কথা বলে দেখিস কোনও কাজ আছে কি না। আমি বলে’ছিলাম, আরে তুমি তাপস পাল। তোমার মতো অভিনেতা দরকার। নন্দি’নীদিও ফোন করে বলেছিলেন, দেখ তোর দাদাকে একটু ব্যস্ত করা যায় কি না।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজ’নীতিতেও জায়গা করেছিলেন তিনি। বাংলার রাজনীতিতে দু’বারের বি’ধায়ক, দু’বারের সাংসদ তিনি। আর কোনও বা’ঙালি অভিনেতা এতটা সাফল্য এখনও দেখাতে পারেননি নি’র্বাচনী রাজনীতিতে। কিন্তু তার পর ‘ট্র্যাজে’জি নায়ক’ হয়েই থাকলেন তিনি৷

একের পর এক বিত’র্কে ক্রম’শ ‘খলনায়ক’ হয়ে উঠছিলেন তাপস পাল। প্রচণ্ড মা’নসি’ক পী’ড়াতেই হোক বা শা’রী’রিক কার’ণে, শেষ দিক’টায় অ’সুস্থও ছিলেন খুবই। ভুবনেশ্বরে দীর্ঘ ব’ন্দিদশা থেকেই সম্ভবত তাঁর মা’নসি’ক ও শা’রী’রিক স’মস্যা শুরু হয়। স্না’য়ুর সমস্যা বেড়ে’ছিল বন্দি থাকা’কালীন। জামিন পাওয়ার পরে ঈশ্ব’রের নাম নিয়ে তাপস পালের আকুল কান্নার ভিডি’ও ভাই’রাল হয়ে গিয়েছিল গোটা বাংলায়

0 comments: