Tuesday, February 18, 2020

দামুড়হুদায় সাংবাদিকদের সাথে মতবিনিময় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার

দামুড়হুদা প্রতিবেদক:দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দর্শনা শাখা দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহ-সমন্বয় কারী অর্থ ও প্রশাসন, ফরহাদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী উম্মে ছালমা, প্রজেক্ট অফিসার দীল তৌহিদা পারভীন ও পকল্প সহায়ক হালিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সহ সভাপতি জাহিদুর রহমান মুকুল,সাংবাদিক সমিতির সভাপতি বখতিয়ার রহমান বকুল ,সাধারণ সম্পাদক আলি আজগর সোনা,সহ সভাপতি ফজলুর রহমান,প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরিফুল ইসলাম,রাশিদুল ইসলাম,শরিফ রতন,মেহেদী হাসান মিলন,আহাদ আলি,হাফিজুর রহমান কাজল,মোজাম্মেল শিশির,সাজিদ হাসান সোহাগ,সালেকিন মিয়া সাগর অতিয়ার রহমান,রোকুন্নজামান, মিরাজুল ইসলাম মিরাজ প্রমূখ। মতবিনিময় সভায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে বিস্তর আলোচনা করা হয়।এবং বাল্যবিয়ে নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয় ব্যপক আলোচনা হয়

0 comments: