Wednesday, February 12, 2020

সৃজিতকে আব্বু বলে ডাকেন মিথিলা,

প্রেম, বন্ধুত্ব ও বিয়ে এই তিন বিষয় নিয়ে অনেক বেশি সমালোচিত এবং বিতর্কিত তারকা যুগল অভিনেত্রী মিথিলা এবং চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি।
দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব। বিয়ের আগে না হলেও পর থেকে দুজনকে একসঙ্গেই দেখা মেলে এখন।
সম্প্রতি এই যুগলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। যেখানে দেখা যায় সৃজিত বলছেন, একটা ব্যাপার আছে।
ও (মিথিলা) আমাকে তিনটা নামে ডাকে। একটা হলো সৃজিত, একটা বু, একটা হলো আব্বু।’
ভিডিওতে নানা গ্রুপে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি কোথায় ধারণ করা সে বিষয়ে কিছু জানা যায়নি।
গত ৬ ডিসেম্বর সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের আসর বসেছিল কলকাতায়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবার এবং কাছের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব।

0 comments: