Monday, February 17, 2020

জীবনে সবকিছু বদলে দিতে নেই তবে নিজের বোকামি গুলো বদলে ফেলা উচিত -নাজমুল আলম


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিীকি নাজমুল আলম তার বলেন “জীবনে সবকিছু বদলে দিতে নেই তবে নিজের বোকামি গুলো বদলে ফেলা উচিত”
গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুকে এ বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন,
ছোটবেলা থেকেই নিজের বন্ধুবান্ধবের শত্রুকে নিজের শত্রু মনে করতাম যদিও তাদের সাথে আমার ব্যাক্তিগত কোন ঝামেলা থাকতোনা কিন্তু ভালোবাসার কারনে বন্ধুর শত্রুকে কখনও মেনে নিতে পারতামনা

বিশ্ববিদ্যালয় জীবনে এমনকি রাজনৈতিক জীবনেও নিজের কাছের শুভাকাঙ্খীদের শত্রুদেরকে কখনও আপন মনে করতে পারতামনা কখনও তাদের সাথে সখ্য গড়ে তুলতামনা শুভাকাঙ্খীরা কষ্ট পাবে ভেবে কিন্তু তারা ঠিকই তাদের প্রয়োজনে তাদের শত্রুদের সাথে মিশে একাকার হয়ে যায়
জীবনে স্বার্থপর হতে না পারাটা একটা বোকামী মনে হয়

তবে মাঝেমধ্যে মনে হয় নিজেকে পাল্টে ফেলি আবার পরক্ষনেই মনে হয় আমার নিজের আইডোলজিটা আমার কাছে বড়।
জীবনে সবকিছু বদলে দিতে নেই তবে নিজের বোকামি গুলো বদলে ফেলা উচিত”

0 comments: