Wednesday, March 25, 2020

দামুড়হুদায় করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা পালন ওষুধ ও মুদিদোকান ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ

দামুড়হুদা ব্যুরো : বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারি নির্দেশনা পালন করেছেন দামুড়হুদা বাজারের ব্যবসায়ীবৃন্দ। ওষুধ, মুদিদোকান, কাঁচাবাজার খেলা থাকলেও অন্যান্য সব ধরনের দোকানপাট ছিলো বন্ধ। দোকানপাট বন্ধ থাকায় চা পানকারিদের এ-দোকান ও-দোকান ঘুরেও পান করতে পারেননি। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা বাজার এলাকা ঘুরে দেখা যায়, বাজারের সব ধরণের দোকানপাট বন্ধ। ব্যস্ততম বাজারে শুনশান নিরবতায় ভূতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে খুলতে শুরু করে গুটি কয়েক দোকান। নিত্য প্রয়োজনীয় দোকানপাটের মধ্যে ওষুধ, মুদিদোকান, কাঁচাবাজারসহ বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান খোলা থাকলেও বন্ধ ছিলো চায়ের দোকান, স্টুডিও, ফার্নিচারের দোকান, হোটেল, কসমেটিক্স, ইলেট্রনিক্স, মোটরসাইকেল গ্যারেজসহ অন্যান্য সব ধরণের দোকানপাট। অন্যান্য দিনের ন্যায় বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ সাপ্তাহিক হাটে কাঁচামালসহ সবজি বেচাকেনা করা হয়েছে। তবে বাজার এলাকায় দিনভর লোকজনের উল্লেখ্যযোগ্য উপস্থিতি লক্ষ করা গেছে। অনেকেই মানছেননা হোম কোয়ারেন্টাইন। বিশেষ কাজ না থাকলেও শুধুমাত্র চা-সিগারেট খাওয়ার জন্য বাজারে ছুটে আসেন অনেকেই। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দামুড়হুদা বাজার এলাকার নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়। এ দিকে গতকাল বুধবার দামুড়হুদা মাদরাসাপাড়ার এক গৃহবধুকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক। # #

0 comments: