Wednesday, March 18, 2020

দামুড়হুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক:দামুড়হুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদক বিরোধি অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করেছে।আটকৃতরা হলো দুলাল আকন(৪৩) রবিউল ইসলাম রবি(৪৩)মুসলিম উদ্দীন(৪৩)।বুধবার দিবাগত রাত তিনটার সময় কার্পাসডাঙ্গা মাদ্রসার সামনে থেকে তাদেরকে আটক করে।

পুলিশ জানায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুল খালেক এর নেতৃত্বে গোপন সংবাদের ভির্ত্তিতে কার্পাাসডাঙ্গা ফাঁড়ির আই সি এস আই মেজবাহুর রহমান ওএ এস আই রওশন সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা মাদ্রসার সামনে  অভিযান চালিয়ে বাগের হাট সদর হাড়িখালি গ্রামের শাহাজান আকনের ছেলে দুলাল অকন ,ফকির হাট থানার অওড়াডাঙ্গা গ্রামের মৃত্য ছেকমত আলীর ছেলে রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার কানায়ডাঙ্গা গ্রামের ইউনুচ আলী মন্ডলের ছেলে মুসলিম উদ্দীন  ঢাকা মেট্ট্র-গ ১২-৭২৫৬ নং প্রাইভেট কারসহ তাদেরকে আটক করে ।পরে তাদের প্রাইভেট কার তল্লাশী করে ৪০ বোতল ফেন্সিডিল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করে।দামুড়হুদা মডেল থানায় তাদের বিরোধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।এবং পাইভেট কার ও ২০ হাজার টাকা জব্দ তালিকায় দেখানো হয়।বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। 

0 comments: