Friday, March 6, 2020

দামুড়হুদায় বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

damurhuda%2Bpic.%2B06-03-2020
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) সদস্যরা দামুড়হুদা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে৷গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি)এর ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানাগেছে গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে  সিভিল সোর্স এর সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি)এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।এছাড়া ওইদিন দুপুর আনুমানিক  আড়াইটার  সময় আরআইবি এর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি)এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য সমুহ দর্শনা কাস্টমস্ অফিসে  জমা করা হয়েছে। উপরোল্লিখিত ৪৮বোতল ফেন্সিডিল ও ৮ বোতল মদের আনুমানিক মূল্য ৩১ হাজার ২শত টাকা।

0 comments: