Tuesday, March 17, 2020

কার্পাসডাঙ্গায় বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিতজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আ'লীগ , যুবলীগ , কৃৃৃষকলীগ , ও ছাত্রলীগ এর উদ্যেগে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয় ৷ গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি একাদশ বনাম সম্পাদক একাদশ উক্ত খেলায় অংশগ্রহন করে ৷ সভাপতি একাদশের পক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সভাপতি শফিকউর রহমান এর নেতৃৃত্বে উপজেলা আ'লীগের সহসভাপতি শহিদুল হক ,  কাদের বিশ্বাস , কৃৃৃষকলীগের সভাপতি আরিফ হোসেন , সহসভাপতি আশুব্বার রহমান বাবু , ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস ও বিভিন্ন ওয়ার্ড আ'লীগের সভাপতিবন্দ অংশগ্রহন করেন ৷ অপরদিকে সম্পাদক একাদশের পক্ষে জেলা আ'লীগের সদস্য কার্পাসডাঙ্গা ঈউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট'র নেতৃত্বে
কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক নজীর আহম্মেদ , আ'লীগ নেতা  আব্দুস সালাম বিশ্বাস , জাহিদুল ইসলাম মুকুল , যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি , কষকলীগের সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু , ছাত্রলীগের সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন ও বিভিন্ন ওয়ার্ড আ'লীগের সাধারন সম্পাদকবৃৃৃন্দ অংশগ্রহন করেন ৷ খেলায় সম্পাদক একাদশ সভাপতি একাদশকে ২ - ১ গোলে পরাজিত করে এবং খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিত সম্পাদক একাদশের গোলরক্ষক কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট ৷ খেলা শেষে বিজিত দলের হাতে পুরুষ্কার তুলে দেন শিক্ষক আহম্মেদ আলী ও কার্পাসডাঙ্গা বাজার সমিতির সভাপতি এমদাদুল হক ইমন ৷ খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আহম্মেদ আলী এবং সহকারী হিসেবে জহির রায়হান ও প্রিন্স সাজ্জাদ ৷

0 comments: