Sunday, March 8, 2020

দামুড়হুদায় ঘাতক ট্রাকের নিচে পড়ে এস আই মিল্টন সরকার নিহত পুলিশ পাড়ায় শোকের ছায়া

ঘটনান্থান থেকে ঘুরে  প্রতিবেদক:দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে ঘাতক ট্রাকের নিচে পড়ে এস আই মিল্টন সরকার(৩৫) নিহত হয়েছে।মিল্টন সরকার ঝালকাঠি জেলার নলছড়ি থানার রামপাশা গ্রামের সুভাস চন্দ সরকারের ছেলে।রবিবার রাত সাড়ে ৯টার সময় ডিউটিরত অবস্থায় তিনি নিহত হয়।পুলিশ পাড়ায় শোকের মাতম বইছে।মঙ্গলবার সকালে তার মৃত্যর লাশ তার গ্রামের বাড়ি পাঠানো হবে বলে জাান পুলিম
জানাযায়,দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার সঙ্গীয় ফোর্স  নিয়া মোটর সাইকেল যোগে(যাহার নং বরিশাল মেট্ট্রেঅ-ল ১১-৩৯৮০)যোগে কে২১ নাইট ডিউটি করার জন্য উজির পুর থেকে লোকনাথপুর যাওয়ার পথে ওদুদ শাহ ডিগ্রী কলেজের সামনে জয়রামপুর শেখ পাড়ার শেখ আব্দুর রসিদের ছেলে জাহাঙ্গীর আলম লিটনের কাঁচা তরকারির ভ্যানের সাথে ধাক্কা মারিলে মটিতে লুটিয়ে পড়িলে দর্শনা দিক হইতে আসা একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চাকা উটিয়ে দিলে ঘটনাস্থানেই তার মৃত্য হয়।ঘতক ট্রাকটি ততখনাত স্থান ত্যাগ করে।ট্রাকের চাকায় পৃষ্ঠ হলে বিকট শব্দ হয়্ শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থান থেকে তার মর দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এমন খবর শুনে চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য হাজী আলি আজগার টগর ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ,দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আরি মুনছুর বাবু ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত্য(ওসি) আব্দুর খালেক, দর্শনা থানার ভারপ্রাপ্ত্য (ওসি)মাহাবুবর রহমান ওসি তদন্ত জাহাঙ্গীর ঘটনাস্থান পরির্শন করে।এবং নিহত পরিবারের সান্তনা দেন।ট্রাফিক পুলিশ সুভাস চন্দ্র সরকারের একমাত্র সন্তান মিল্টন সরকার চাকুরির সুবাধে  স্ত্রী তৃষ্না সরকার ও ১৭ মাসের মেয়ে শ্রীজ্যেতি সরকারকে নিয়ে দামুড়হুদা মডেল থানার কোয়াটারে বসবাস করে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম মিল্টনের পরিবারকে সান্তনা দিয়ে বলেন মিল্টন সরকারের মেয়ে শ্রী জ্যেতি সরকারকে লেখাপড়ার সকল খরচ বহন করবে পুলিশ ডির্পাটমেন্ট।


মিল্টন সরকার  ঢাকা ইউনিভারসিটি থেকে রসায়নে মাস্টাস পাশ করার পর ২০১৩ সালে এস আই পদে পুলিশে যোগদান করে।পরে পি এস আই হিসাবে খুলনা কুষ্টিয়া ও ঝিনাদাহ র‌্যাবে চাকুরী করে।পরে দামুড়হুদা মডেল থানায় ২১/০৫/২০১৮সালে যোগদান করে।

0 comments: