Monday, March 9, 2020

দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশের এসআই মিল্টনের লাশের ময়না তদন্ত শেষে বরিশালে দাহ সম্পন্ন


দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় নিহত পুলিশের এসআই মিল্টন কুমার সরকারের লাশের ময়না তদন্ত শেষে বরিশাল শহরে মরদেহ দাহ সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার লাশের ময়না তদন্ত শেষে দুপুরে নিজ এলাকা বরিশালের উদ্দেশ্যে রওনা হয় লাশবাহী গাড়ি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বরিশাল শহরে পৌছায় মরদেহ। রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল শহরের লাশের দাহ সম্পন্ন করা হয়। লাশের সাথে যাওয়া দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই শেখ রফিকুল ইসলাম বিষয়টি মোবাইলফোনে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দামুড়হুদা মডেল থানায় এসআই মিল্টন কুমার সরকার রোববার রাত সাড়ে ৯ টার নিজ ব্যবহৃত মোটর সাইকেলযোগে কিলো-টু ওয়ান ডিউটিতে যাচ্ছিলেন। তিনি থানা থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদুরে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাত সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা ফায়ার সার্ভিসের একটি টিম লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেয়। নিহত এসআই মিল্টন কুমার সরকার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের পুলিশ কনস্টেবল সুভাষচন্দ্র সরকারের একমাত্র ছেলে। ১ কন্যা সন্তানের জনক মিল্টন কুমার সরকার ২০১৩ সালে এসআই পদে যোগদান করেন। তিনি প্রথমে পিএসআই হিসেবে খুলনা তেরোখাদা থানায় দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি কুষ্টিয়াতে বদলী হন। এরপর তিনি র‌্যাবে যোগদান করেন। ঢাকায় ২ বছর র‌্যাবে দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২১ মে দামুড়হুদা মডেল থানায় যোগদান করেন। 

0 comments: