Monday, April 6, 2020

কার্পাসডাঙ্গায় ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :-- দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের অভিযানে  ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ কে আটক করেছে। আজ সোমবার দুপুর ২ টার সময় দামুড়হুদার কোমরপুর শ্বশুর বাড়ি থেকে তাকে আটক। পুলিশ সুত্রে জানা গেছে  গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই মেজবাহুর রহমান সঙ্গীয় সদস্যে নিয়ে উপজেলার কোমরপুর পূর্বপাড়ার ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পলাশ (২৩) উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের  সুবলপুর গ্রামে কেসমত পাড়ার ইছাহক আলীর ছেলে। এসআই মেজবাহুর জানান পলাশে বিরুদ্ধে বিজ্ঞ আদালত একটি মারামারি মামলায় ৩ বছরের সাজ হয়। সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিলো। তাকে দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ করা হয়েছে। 

0 comments: