Tuesday, April 7, 2020

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও গাঁজা আটক।
নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় ৬ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৫৮ বোতল ফেন্সিডিল ও ২৫০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়। বিজিবি সুত্রে জানা গেছে গত ৫ এপ্রিল রবিবার রাত ৮ টার দিকে   চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে কঠোর নিরাপত্তাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।  পরবর্তীতে গোপন সংবাদের মাধ্যমে  চুয়াডাঙ্গার মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রেহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মুন্সিপুর মাঠ নামক স্থান হতে ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। অপরদিকে একই অভিযানে বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ওয়াহেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ২৫০ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়। বিজিবি জানায় আটককৃত ফেন্সিডিল ও গাঁজার আনুমানিক মুল্য ২৪ হাজার পঁচাত্তর টাকা। আটককৃত ফেন্সিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে। 

0 comments: