Thursday, April 9, 2020

চুয়াডাঙ্গা দামুড়হুদার বাস্তুপুরে গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক গ্যাড়াঁকলে

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বাস্তপুর গ্রামের হঠাৎ পাড়ায় গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক গ্যাঁড়াকলে পড়ার ঘটনা ঘটেছে।জানা গেছে রহেদ এর ছেলে পলাশের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছে একই গ্রামের বাবুর মেয়ে তানিয়ার। গত মঙ্গলবার গভীর রাতে তানিয়া তাঁর প্রেমিককে তার ঘরে ডেকে নেই।এসময় তারা গোপন অভিসারে মিলনের প্রস্তুতি কালে তানিয়ার পরিবার দুজনকে একত্রে ধরে ফেলে।এসময় তারা পলাশকে বেধড়ক মারপিট করে।এসময় তাদের সারারাত সহ গত বুধবার বিকাল অবধি সালিশ বৈঠকের জন্য দুজনকে আটকে রাখে।এসময় ছেলে পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করে তানিয়ার পরিবার এমন অভিযোগ পলাশের বাবার।শেষ পর্যন্ত বিষয়টি জানতে পেরে দামুড়হুদা মডেল থানা পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নেই।এ রিপোর্ট লেখা পর্যন্ত গতকাল বৃহস্পতিবার সকালে দুজনের পরিবার বিষয়টি আপোষ মিমাংসার জোর চেষ্টা চালাচ্ছিল বলে জানা গেছে।দামুড়হুদা বাস্তুপুরে গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক গ্যাড়াঁকলেদামুড়হুদা বাস্তুপুরে গভীর রাতে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে প্রেমিক গ্যাড়াঁকলে

0 comments: