Monday, April 13, 2020

চুয়াডাঙ্গা বিজিবির মাদক বিরোধী অভিযানে দামুড়হুদায় একশো ৯১বোতল ফেন্সিডিল উদ্ধার

 চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি)এর সদস্যরা দামুড়হুদা সীমান্তে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে একশো ৯১বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। গতকাল দুপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল আটক করে বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) পরিচালক অধিনায়ক খালেকুজ্জামান পিএসসি গতকাল রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ সরোয়ার হোসেন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একশো ৭বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।একই দিন দুপুর আনুমানিক দেড়টার সময় সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ওয়াহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের ডুমবাড়ী ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায়  ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। উল্লেখিত একশো ৯১বোতল ফেন্সিডিলের  আনুমানিক মূল্য ৭৬ হাজার ৪ শত টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

0 comments: