Thursday, April 23, 2020

দামুড়হুদার ছাতিয়ানতলা গ্রামের অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


  নিজস্ব প্রতিবেদক :-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দি বাংলাদেশ টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুজাহিদ হোসেন নিজ উদ্যোগে দামুড়হুদা উপজেলাার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে করোনার কারণে কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয়  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে দামুড়হুদা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে ২০ টি পরিবারের মাঝে ২ কেজি করে চাউল , ৫০০ গ্রাম ডাউল করে ডাউল, দুই কেজি করে আলু ও ১ লিটার তেল বিতরণ করেন তিনি।রবি টিভির প্রতিবেদক জানতে চাইলে মুজাহিদ হোসেন বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমার নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমি বাসাতেই অবস্থান করছি। বাসাতে অবস্থান করার কারণে আমি আমার জমানো টাকা ও কিছু বড় ভাইয়ের সহযোগিতাতায় আমার নিজ গ্রামে অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত ২০ টি পরিবারের মাঝে এই দুঃসময়ে কিছু খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।পরিস্থতির উপর নির্ভর করে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বলেন করোনার কারনে কর্মহীন মানুষের পাশে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসতে আহ্বান জানান।প্রসঙ্গত, করেনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৪১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,১৮৬। আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।


0 comments: