Thursday, April 30, 2020

আলমডাঙ্গায় ৭ ডাক্তারসহ ১৭ স্বাস্থ্যকর্মীর সবাই করোনা নেগেটিভ

গত ২৭ তারিখে চুয়াডাঙ্গা জেলা থেকে ৬৮ টি নমূনা করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআরে পাঠানো হয়েছিল। অমিমাংসিত সেই নমূনা আইইডিসিআর মাত্র দুজনকে পজিটিভ ঘোষনা করে। বাদবাকি ৬৬ টি নমূনা নেগেটিভ ঘোষনা করেছে। আলমডাঙ্গা হারদী হাসপাতালের ৭ চিকিৎসকসহ ১৭ জনের সবাই নেগেটিভ রেজাল্ট এসেছে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ আজ রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন,আজ রাতে আইইডিসিআর থেকে মেইল করে এই তথ্য জানানো হয়েছে।
দুইজন পজিটিভ রোগীর মধ্যে একজন চুয়াডাঙ্গার অপরজন মেহেপুরের অধিবাসি বলে জানা গেছে।
ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ জানান, তাদের সাবই যেহেতু নেগেটিভ রেজাল্ট সেহেতু তাঁরা তাঁদের নিয়মিত দায়িত্ব যথারীতি পালন করবেন।

0 comments: