Tuesday, April 28, 2020

দামুড়হুদার কার্পাসডাঙ্গা প্রধান সড়কটি বেহাল অবস্হা : সংস্কারের দাবীনিজস্ব প্রতিবেদক :-  দর্শনা- মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজার অংশের বিশেষ করে তেল পাম্প হতে শুরু করে কাস্টম মোড় হয়ে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত প্রধান সড়কটি ভেঙ্গে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। বৃষ্টি হলে তো আর কোন কথায় নেই। হেঁটে যাওয়া দুস্কর। দ্রুত সংস্কারের দাবী সংশিষ্ট কর্তৃপক্ষের নিকট।0 comments: