Friday, April 3, 2020

চুয়াডাঙ্গার দর্শনায় অসহায় ও দুস্থদের বাড়ি বাড়ি ত্রাণ বিতরন-এমপি আলী আজগার টগর

 চুয়াডাঙ্গার দর্শনায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থান করা অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এমপি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টার দিকে দর্শনা পৌর আওয়ামীলীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা ২ নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট নেতাকর্মীদেরকে এসব ত্রাণ সামগ্রী তাদের স্ব স্ব এলাকায় দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে বলা হয়েছে।
এসময় এমপি টগর বলেন, মানুষের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী নিরাপদে পৌওছে দিতে এবং সকলে সতর্ক  থাকার আহব্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন, চুয়াডাঙ্গা জেলা প‌রিষ‌দের সা‌বেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপ‌জেলা নির্বাহী অফিসার এসএম লিংকন ম‌নিম, উপ‌জেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র ম‌তিয়ার রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান, দর্শনা নাগ‌রিক ক‌মি‌টির সদস্য স‌চিব গোলাম ফারুক আরিফ প্রমুখ।

0 comments: