Saturday, May 23, 2020

দামুড়হুদায় ৩৫১ টি মস‌জি‌দে ৫০০০ টাকা ক‌রে অনুদান প্রদান কর‌লেন এম‌পি টগর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় ৩৫১ টি মস‌জি‌দের জন‌্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতি‌টি মন‌জি‌দের জন‌্য ৫০০০ টাকা ক‌রে আ‌র্থিক সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে। শ‌নিবার ২৩ মে দুপু‌রে  চুয়াডাঙ্গা~২ আস‌নের সংসদ সদস‌্য হা‌জি আলী আজগার টগর প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে মস‌জিদ ক‌মি‌টির নেতৃবৃ‌ন্দের হা‌তে আ‌র্থিক অনুদা‌নের টাকা তু‌লে দেন। তি‌নি ব‌লেন,  দে‌শে এক‌দি‌কে  ক‌রোনার প্রভাব অন‌্যদি‌কে ঘূ‌র্ণিঝড় আম্ফা‌নের আঘাত। 


এরই মা‌ঝে মাননীয় প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা সারা‌দে‌শে ক‌য়েকলাখ মস‌জি‌দে ৫০০০ হাজার টাকা ক‌রে আ‌র্থিক সহায়তা দি‌চ্ছেন। এটা ক‌ঠিন ব‌্যাপার। তি‌নি সকল‌কে অনু‌রোধ জা‌নি‌য়ে আরও ব‌লেন, আমরা শা‌রি‌রিক দুরত্ব রে‌খে মস‌জি‌দে এবা‌রের ঈদের 
নামাজ আদায় কর‌বো। জামাত শুরুর আ‌গে এবং জামায়াত শে‌ষে মস‌জি‌দের মে‌ঝে একটু ব্লি‌চিং এবং স‌্যাভলন পা‌নি দি‌য়ে মু‌ছে নেব। তি‌নি ক‌রোনার কবল থে‌কে মুক্ত থাক‌তে সক‌ল‌কে আরও বেশী স‌চেতন এবং সতর্ক থাকার আহবান জানান। এছাড়া ঘূ‌র্ণিঝড় আম্ফা‌নে ক্ষ‌তিগ্রস্থ‌দের মা‌ঝে  নগদ টাকা ও ঢেউ‌টিন বিতরণ ক‌রেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন দামুড়হুদা উপ‌জেলা চেয়ারম‌্যান আ‌লি মুনছুর বাবু, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার এসএম মু‌নিম লিংকন, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো; ম‌হি উদ্দীন, আব্দুল  ওদুদ শাহ ডি‌গ্রি ক‌লে‌জের অধ‌্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা সদর ইউ‌পি চেয়ারম‌্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, ইফার উপ‌জেলা সুপার ভাইজার, দামুড়হুদা সদর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক জেলা প‌রিষদ সদস‌্য শ‌ফিউল ক‌বির ইউসুফ, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান সা‌হিদা খাতুন, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক হযরত আলী, ইউ‌পি সদস‌্য মুনছুর আলী প্রমুখ।

0 comments: