Thursday, May 14, 2020

স্বাস্থ্যবিধি অমান্য করায় চুয়াডাঙ্গায় সকল প্রকার মার্কেট-শপিং মল বন্ধ ঘোষনা

চুয়াডাঙ্গা, : স্বাস্থ্যবিধি অমান্য করায় চুয়াডাঙ্গা জেলায় সকল প্রকার মার্কেট-শপিং মল ও বিপণী বিতান বন্ধের ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল শুক্রবার সকাল থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং কমিটির সভার আহবান করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যবিধি অমান্য ও করোনার গুচ্ছ সংক্রমণের আশঙ্কা থেকে জেলার সকল ধরনের মার্কেট দোকানপাট বন্ধের এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ১৫টি সরকারি নির্দেশনা দিয়ে সীমিত আকারে ঈদ বাজারের জন্য গত ১০ মে থেকে জেলার মাকের্ট ও শপিং মল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু খুলে দেয়ার প্রথম দিন থেকেই নির্দেশনা মানতে অনীহা দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তাই খুলে দেয়ার পাঁচদিন পর থেকে আবারো এসব মার্কেট বিপনী বিতানগুলো বন্ধের ঘোষনা দেয়া হয়েছে।

0 comments: