Friday, May 8, 2020

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের আত্নহত্যানিজস্ব প্রতিবেদক : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হুদাপাড়ার দিনমজুর শুকুর আলী আত্নহত্যা করেছে। জানাগেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের মৃত মোঃ ইসলামের ছেলে দুই সন্তানের জনক শুকুর আলী (৩০) কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার মৃত শহিদুলের ভাড়া বাড়ির ঘরের আড়ার সাথে গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে শুক্রবার(৮মে) রাত সাড়ে ১০ টার দিকে গলায় ফাঁস লাগানো দঁড়ি কেটে লাশের মরদেহ নিচে নামানো হয়। তবে লাশের শরীর দিয়ে গন্ধ বের হবার কারনে বোঝা যাচ্ছে আজকে আত্নহত্যা নয় বলে জানান স্থানীয়রা। এবিষয়ে স্থানীয়রা জানান, কালকে থেকে ঘরের ভিতর লাইট না জ্বলতে দেখে ঘর মালিকের ছোট ভাই মিজার মনে সন্দেহ হলে ঘরের ভিতর জানালা দিয়ে টর্স লাইট মারলে দেখতে পাই তার মরদেহ ঝুলতে। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের খবর দিলে এসআই মেজবাহুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে লাশের মরদেহ নিচে নামানো হয়।। এবিষয়ে প্রতিবেশিরা জানান, শুকুর আলী দেশের বিভিন্ন স্থানে কাজ করে বেড়ায়। এখানে বাসা ভাড়া করে থাকেন। তবে তার সঙ্গে তার স্ত্রী কয়েক দিন ধরে নেই। তার স্ত্রী বাবার বাড়িতে আছেন। হুদাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ ভগু জানান, গতপরশু শুকুর আলীর সাথে কার্পাসডাঙ্গা বাজারে আমার সাথে দেখা হয়েছিল। এবিষয়েে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই মেজবাহুর রহমান জানান, শুকুর আলী নামের একজন আত্নহত্যা করেছে।

0 comments: