Monday, May 4, 2020

চীনে বানরের ওপর করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ

চীনের বিজ্ঞানীরা বানরের ওপর করোনা ভ্যাকসিনের সফল প্রয়োগ করেছেন। জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
চীনের বিজ্ঞানীরা কয়েকটি বানরকে ভ্যাকসিন প্রয়োগ কলে। পরবর্তিতে অন্য বানরগুলোর মাঝে তাদেরকে ছেড়ে দেন।
এর পরে দেখা যায় ভ্যাকসিন দেয়া বানরগুলোর মাঝে কোনো করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি। তবে ভ্যাকসিন দেয়া হয়নি এমন কয়েকটি বানর করোনায় মারা যায়।
চীনের যে ওষুধ কোম্পানিটি এ ভ্যাকসিন প্রয়োগের উদ্যোগ নেয় তাদের পক্ষ থেকে বিষয়টিকে করোনাভাইরাস চিকিৎসায় অনেকদূর এগিয়ে যাওয়া হিসেবে বলা হচ্ছে।
ভ্যাকসিনগুলো পরীক্ষামূলকভাবে এমন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত করা হচ্ছে যা সহজলভ্য এবং সহজেই ব্যবহারযোগ্য, অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে তৈরি করা যায় যাতে করোনা সংকটের সময় বিশ্বব্যাপি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা মেটানো যাবে।

0 comments: