Wednesday, May 6, 2020

দামুড়হুদায় প্রথম করোনা রোগি সনাক্ত : ৮ বাড়ি লকডাউন

 দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে প্রথম বারের মতো করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি সনাক্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের আইসোলেশন নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তার বাড়িতে গেলেও রোগির স্ত্রীর অনুরোধে প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী দিয়ে তাকে হোম আইসোলেশনে রেখে রোগির বাড়িসহ পার্শবর্তী ৮ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া রোগির বাড়ির সন্নিকটে কলাবাড়ি বড় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডেকে সামাজিক দুরত্বের বিষয়ে সতর্ক করা হয়েছে। করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৫০ বছর। তিনি গত ২ মে সকালে করোনায় আক্রান্ত অবস্থায় কর্মস্থল ঢাকার পার্শবর্তী মুন্সিগঞ্জের কোমরপুর থেকে নিজ বাড়িতে রেফেন।

 পরদিন অর্থাৎ ৩ মে উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম কর্তৃক তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল বুধবার সকালে তিনি করোনা পজিটিভ সম্পর্কিত রিপোর্ট পৌছায় স্বাস্থ্য বিভাগের কাছে। দুপুরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের নেতৃত্বে দামসুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমানসহ মেডিকেল টিম যায় রোগির বাড়িতে। তারা রোগির সার্বিক খোঁজ খবর নেন। পরে তাকে স্বাস্থ্য বিভাগের আইসোলেশনে নেয়ার কথা বলা হলে রোগির স্ত্রীর অনুরোধে হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ ও খাদ্য সামগ্রী দেয়া হয়। সাথে সাথে ওই রোগির বাড়িসহ পার্শবর্তী মোট ৮ টি বাড়ি লকডাউন করা হয়। এ ছাড়া পার্শবর্তী মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে সামাজিক দুরত্বের বিষয়ে পরামর্শ দেয়া হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, আজ বৃহস্পতিবার ওই রোগির স্ত্রীর নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের আইসোলেশন ওয়ার্ডে থাকা বাকি ১০ জনের মধ্যে ৩ জনের দেহে করোনার উপস্থিতি মেলেনি মর্মে রিপোর্ট পাওয়া গেছে।

0 comments: