Thursday, May 7, 2020

আমারবাজার লি: এর সকল কমিশন এখন থেকে সরকারী মোবাইল ব্যাংকিং সংস্থা "নগদ" এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত

সকল রিটেইলাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমারবাজার লিমিটেড সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সকল কমিশন ও প্রমোশন সরকারী সুপারিশমালার আলোকে অনলাইনে প্রদান করবে। ইতিমধ্যে সার্বিক সুবিধা বিবেচনা করে সরকারী মোবাইল ব্যাংকিং সংস্থা নগদ এর মাধ্যমে কমিশন ও প্রমোশন প্রেরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তাই সকল রিটেইলারদেরকে নগদ এ্যাপস ডাউনলোড করে নগদ একাউন্ট খোলার জন্য অনুরোধ করা গেল। পাশাপাশি যে নাম্বারে কমিশনও প্রমোশন প্রেরন করতে হবে সেই নাম্বারটি স্বস্ব আইডির প্রোফাইলে যেয়ে আপডেট করার জন্য অনুরোধ করা গেল। আপনি যদি নাম্বার আপডেট না করেন তাহলে ভুল নাম্বারে কমিশনও প্রমোশন চলে গেলে তার জন্য আমারবাজার দায়ী থাকবে না।

0 comments: